খুলনায় ছুরিকাঘাতে কিশোর নিহত: দুই পক্ষের সংঘর্ষ

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯
অ- অ+

খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল ফায়াদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এর জেরে সোমবার দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় শুভ নামে এক যুবক আহত হয়।

নিহত ফায়াদ খুলনা শিপইয়ার্ড মসজিদ গেট এলাকার শওকত আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চানমারি বাজারের চুল কাটতে গেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফায়াদ গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে মাওয়া ফেরিঘাটে তার মুত্যু হয়। এ ঘটনার জের ধরে সোমবার সকালে আরেক দফা হামলায় শুভ নামে অপর এক যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা