শেষ ষোলোয় ম্যানইউ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১১
অ- অ+

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে যোগ দেওয়া ব্রুনো ফার্নান্ডেজ কিংবা ওদিয়ন ইঘালো, গোলের খাতায় নাম তুললেন দু’জনেই। সঙ্গে জোড়া গোল ফ্রেডের! অপর গোলটি ম্যাকটোমিনের। দশজনের ব্রুগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেড।

৮৮ মিলিয়ন মার্কিন ডলার ট্রান্সফার ফি দিয়ে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলে নিয়ে যে বুদ্ধিমানের কাজ করেছেন কর্তারা, বুঝিয়ে দিচ্ছেন ব্রুনো। প্রথমার্ধে এদিন ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ’য়ের ৩টি গোলের পিছনেই ভূমিকা রয়েছে স্পোর্টিং লিসবন থেকে আসা এই তরুণ মিডফিল্ডারের। ২৭ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলের খাতা খোলেন বছর পঁচিশের ব্রুনো। সাইমন ডেলির ইচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে পেনাল্টি উপহার পায় ম্যানইউ।

এরপর ৩৪ মিনিটে মাতার পাস থেকে ইঘালো গোল করলেও প্রাথমিক বলটি মাতার জন্য সাজিয়ে দিয়েছিলেন ব্রুনোই। ৪১ মিনিটে ম্যাকটোমিনের গোলের পিছনেও একইভাবে অবদান রাখেন ব্রুনো। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকশ ও ম্যাসন গ্রিণউড গোলের কাছে পৌঁছে গেলেও গোল তুলে নিতে পারেননি। শেষ দশ মিনিটে বিপক্ষ রক্ষণে অভিযান চালিয়ে আরও দু’গোল তুলে নেয় লাল জার্সিধারীরা।

৮২ মিনিটে লিংগার্ডের কাটব্যাক থেকে চতুর্থ গোলটি করেন ফ্রেড। ম্যাচের একদম অন্তিম শটে দলের হয়ে পঞ্চম গোলটিও ফ্রেডের। এক্ষেত্রে তাঁর বাঁ-পায়ের দুর্দান্ত ভলি খুঁজে নেয় গোলের ঠিকানা। শুক্রবার শেষ ষোলোর ড্র ঘোষণা হওয়ার আগে সোলসজায়েরের দলের এই পারফরম্যান্স যে কোনও দলের কাছেই যে চিন্তার কারণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা