পান্ডিয়াকে ‘কুং ফু’ পান্ডিয়া নাম দিলেন প্রেমিকা

চোট সারিয়ে বাইশ গজে ফিরেই বিধ্বংসী মেজাজে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। ডি.ওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্টে ৩৭ বলে সেঞ্চুরি করে এখন আলোচনার কেন্দ্রে তিনি। ঝোড়ো সেঞ্চুরি করে প্রেমিকা নাতাশার প্রশংসায় ভাসলেন হার্দিক। এমনকি তাঁর নতুন নামকরণও করে ফেললেন নাতাশা স্ট্যানকোভিচ।
নাতাশা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে হার্দিকের একটি ছবির সঙ্গে লিখেছেন, ‘৩৭ বল হান্ড্রেড ফর হার্দিক ‘কুং ফু’ পান্ডিয়া। দ্য ডেডলি হিটার ইজ ব্যাক অ্যাট ওয়ার্ক!!’
সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেমপর্ব চালাচ্ছিলেন ২৬ বছর বয়সী হার্দিক পান্ডিয়া। ২০২০ সালের প্রথম দিনেই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেন হার্দিক-নাতাশা। ভাসমান তরীতে প্রেমিকার আঙুলে আংটি পরিয়ে দেন হার্দিক পান্ডিয়া।
(ঢাকাটাইমস/৫ মার্চ/এসইউএল)

মন্তব্য করুন