পাঁচ শতাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ২১:৪১
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে সততা সংঘ সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথপাঠ করেছে পাঁচ শতাধিক শিক্ষার্থী।

শনিবার সকালে এ শপথপাঠ করান, কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, দুপ্রক সদস্য নুরুল করিম শাহজাহান, আশ্রাফুল আলম লিংকন, ডাক্তার ইব্রাহিম সিরাজী, মোহাম্মদ সোহেল, আজিজুর রহমান টিপু প্রমুখ।

সততা সংঘের সমাবেশে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সম্পাদক তাজ উদ্দিন শাহীন বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন বলেই, বিশ্বের মানচিত্রে আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিত হয়েছি। যারা এই দেশের জন্য নিজের জীবন দিতে দ্বিধাবোধ করেননি, তোমরাই তাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে। যে জাতীয় সংগীত তোমরা প্রতিদিন গাও, সেই জাতীয় সংগীতের কথাগুলো তোমাদের বুকের মধ্যে ধারণ করো। যে পতাকাকে তোমরা প্রতিদিন স্যালুট দাও, সেই পতাকার সম্মান রাখবে। যে শপথবাক্য তোমরা প্রতিদিন পাঠ করো, শপথবাক্যের কথাগুলো সবসময় মনে রাখবে। দেখবে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না।

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা