লক্ষ্মীপুরে জাটকা নিধনে ১৫ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
| আপডেট : ১০ মার্চ ২০২০, ১৬:১০ | প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৫:৫২

জাটকা নিধনের অভিযোগে লক্ষ্মীপুরে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ১৫টি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মেঘনার মজুচৌধুরীরহাট ও মতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শফিকুর রিদোয়ান আরমান শাকিলের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশসহ স্থানীয়দের উপস্থিতিতে জব্দ জালগুলো মজুচৌধুরীরহাট ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, এ নিয়ে গত তিনদিনে ৪৮ জেলেকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ দুই মাস সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ। নিষেধ না মেনে মাছ শিকার করলে জেল-জরিমানারও বিধান রয়েছে।

ঢাকাটাইমস/১০মার্চ/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :