মিজাপুরে ক্ষতিগ্রস্ত ভূমি ও স্থাপনা মালিকদের ক্ষতিপূরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ২১:৫৮
অ- অ+

জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চারলেন প্রকল্পে মির্জাপুরের গোড়াই অংশে অধিগ্রহণকৃত ভূমি ও স্থাপনা মালিকদের ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় প্রশাসন- এ স্লোগানকে সামনে রেখে মির্জাপুর পৌর ভূমি অফিস মাঠে এ চেক দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক দেন।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মদ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম ছাড়াও বক্তব্য দেন- মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুখময় সরকার, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক প্রকল্পের পরিচালক খোরশেদ আলম প্রমুখ।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক জানান, ২৫ জন ক্ষতিগ্রস্ত ভূমি ও স্থাপনা মালিকদের মধ্যে ১৫ কোটি এক লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক নিজ নিজ এলাকায় গিয়ে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে আ.লীগ: পার্থ
যে কারণে দুই টুকরা ঢাকা সিটি করপোরেশন
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা