কুষ্টিয়ায় চালকল মালিক-জেলা প্রশাসনের বৈঠক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১৯:০০

কুষ্টিয়ায় করোনাভাইরাস আতঙ্কে হঠাৎ করেই সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে। এ নিয়ে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চালকল মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের জরুরি বৈঠক হয়েছে।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, এ দুর্যোগে কেউ অধিক মুনাফা লাভের আশায় চালের দাম বাড়ালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেন।

বৈঠকে আরো ছিলেন- বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ, জেলা চালকল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কুষ্টিয়া চেম্বারের সহসভাপতি কাদেরী শাকিল, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ার হোসেন, বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে দেশে যেকোনো সময় অচলাবস্থা সৃষ্টি হতে পারে এমন গুজবে গত দুদিন ধরে কুষ্টিয়ার পৌর বাজার, বড় বাজারসহ স্থানীয় বাজারে চালের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

খুচরা বাজারে যেখানে মিনিকেট চাল (চিকন চাল) কেজি প্রতি ৫০ টাকা বিক্রি হচ্ছিল। এখন সেখানে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে স্বর্ণা, কাজললতা ও আঠাশ চালও মিনিকেট চালও কেজি প্রতি ২ টাকা করে বেড়ে গেছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, মিল গেট থেকে চালের আমদানি কমে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে।

ঢাকাটাইমস/২১মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :