করোনা: সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ০৮:১৮| আপডেট : ২৫ মার্চ ২০২০, ১০:১৩
অ- অ+
ফাইল ছবি

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আজ বুধভার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

সম্প্রচারের সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে সন্ধ্যা ৭টায় তা সম্প্রচারিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার ভাষণে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিকারে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন। এ ছাড়াও দেশবাসীর প্রতি পালনীয় কিছু নির্দেশনা তুলে ধরবেন।

গত রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর এই ভাষণের কথা জানান।

প্রধানমন্ত্রী এর আগে গত ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে উৎপত্তি হওয়া ভয়ংকর ভাইরাস করোনা এখন সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ১৮ হাজারের বেশি মানুষের প্রাণ ইতিমধ্যে কেড়ে নিয়েছে। আর আক্রান্ত হয়েছে চার লাখের বেশি মানুষ।

বাংলাদেশও এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৯ জন। আর মারা গেছেন চারজন। এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশবাসীকে রক্ষার জন্য সাধারণ ছুটি ঘোষণা, সেনাবাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা