স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের বিনামূল্যে পিপিই দেবে ‘স্নোটেক্স’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৭:৫২
অ- অ+

বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ‘স্নোটেক্স গ্রুপ’ করোনাভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরি করতে যাচ্ছে। এর মধ্যে প্রাথমিকভাবে ১৭ হাজার পিপিই বিজিএমইএ, এম অ্যান্ড এস এবং বুয়েটের সহায়তায় বিনামূল্যে সরবরাহ করা হবে স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের জন্য।

আগামী ২ এপ্রিলের মধ্যেই স্নোটেক্স এই ৫০ হাজার পিপিই তৈরি করবে বলে আশাবাদ প্রকাশ করেছে।

আজ শনিবার প্রাথমিকভাবে প্রস্তুতকৃত ৫০০ পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করা হবে, তাদের মতামত সংগ্রহের জন্য। পরবর্তীতে ওই মতাতের প্রেক্ষিতে পিপিইর প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে।

এ ছাড়াও, পিপিই বিক্রয়ের ক্ষেত্রে সম্পূর্ণ অলাভজনক ভাবে কাজ করবে স্নোটেক্স।

করোনাভাইরাসের এই সংকটময় মুহুর্তে সরবরাহকৃত পিপিইগুলো সব স্নোটেক্সের গার্মেন্টসেই তৈরি করা হবে।

পিপিইগুলো শতভাগ পলেস্টার টাফেটার ওপরে পিইউ কোটিংয়ের ফেব্রিক দিয়ে জরুরি ভিত্তিতে প্রস্তুত করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া পিপিই তৈরিতে কাপড়ের টেস্টিং পেরিমিটার- ৩০ সেকেন্ড ৩ পিএসআই চাপে, সেলায়ের পরে শতভাগ সিমসিলিং টেপ ব্যবহার করা হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছ থেকে বুয়েট এ পিপিইর জন্য অনুমোদন নিয়েছে।

প্রস্তুতকৃত সামগ্রীগুলো শতভাগ প্রফেশনাল পিপিই না হলেও সংকটময় এই মুহূর্তে জীবন রক্ষার্থে অনেকাংশেই সাহায্য করবে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা