করোনা: নোয়াখালীতে সামাজিক সচেতনতায় সেনাবাহিনী

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ২০:৪৮
অ- অ+

করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে তৎপর রয়েছেন সেনা সদস্যরা। এর অংশ হিসেবে নোয়াখালীর সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং, প্রচারপত্র, সুরক্ষা সামগ্রী বিতরণ, সড়কে জীবাণুনাশক স্প্রে এবং দোকানপাটের সামনে তিন ফিট দূরত্বে ক্রেতাদের অবস্থানের চিহ্ন আঁকেন।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেজর কামরুল আহসানের নেতৃত্বে কুমিল্লা সেনানিবাসের একদল সেনা সদস্য এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, সকাল থেকে মেজর কামরুল আহসানের নেতৃত্বে নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী, জেলা সদরের মাইজদী, সোনাপুর, দত্তেরহাট, চাটখিল উপজেলার চাটখিল বাজার, দশঘরিয়া, শাহাপুর, সোমপাড়া, মল্লিকা দিঘিরপাড়, খিলপাড়া ও দেলিয়াই বাজার এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

মেজর কামরুল আহসান বলেন, আমাদের টহলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনে যাতে কোথাও জনসমাগম না হয়, যারা বিদেশ থেকে এসেছেন তারা যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন- তা নিশ্চিত করা, লোকজন যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে। বেসামরিক প্রশাসন, পুলিশ এবং গণমাধ্যমের সমন্বয়ে জনগণের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা