শুধু ধোনির ছক্কাতে ভারত বিশ্বকাপ জেতেনি: গম্ভীর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৭:১৫
অ- অ+

৯ বছর আগে আজকের দিনে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দিনের স্মরণে একটি ক্রিকেট ওয়েবসাইটের করা টুইট আর তার উত্তরে গৌতম গম্ভীরের পাল্টা টুইটে সরগরম সোশ্যাল মিডিয়া।

ভারতের বিশ্বকাপ জয়ের কথা উল্লেখ করে ক্রিকইনফো সোশ্যাল মিডিয়ায় টুইট করেছিল, ‘২০১১ সালের আজকের দিনে একটা শট লক্ষ লক্ষ মানুষকে উচ্ছ্বসিত করেছিল।’ ক্রিকেট ওয়েবসাইটের এহেন টুইট ভালভাবে নেননি ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। ক্রিকইনফোকে উল্লেখ করে ভারতের বাঁ-হাতি ওপেনার পাল্টা টুইট করেন, ‘২০১১ বিশ্বকাপ জেতার পেছনে গোটা দেশ, ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল। একটা ছক্কা তোমাদের আচ্ছন্ন করে রেখেছে।’

গম্ভীরের মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়। নেটিজেনদের কেউ কেউ গম্ভীরের সমর্থনে এগিয়ে এসেছেন। আবার অনেকেই তাঁকে সমর্থন করেননি। একজন লিখেছেন, ‘রিল্যাক্স করুন ক্রিকেটের আডবাণীজী। কোথাও লেখা হয়নি ওই ছক্কাটা ভারতকে জয় এনে দিয়েছিল।’

আর এক ভক্ত লিখেছেন, ‘ধোনি-ভক্তরা ছাড়া সবাই আসল সত্যিটা জানেন।’ এক ক্রিকেটভক্ত লিখেছেন, ‘সেদিন রাতে তুমি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলে। আমরা সবাই ইনিংসটার কথা মনে রেখেছি।’

২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার ২৭৫ রান তাড়া করতে নেমে দ্রুত বীরেন্দ্র শেওয়াগ ও শচীন টেন্ডুলকারের উইকেট হারিয়ে বসে ভারত। হঠাৎই চাপে পড়ে যায় স্বাগতিকরা। সেই অবস্থা থেকে ভারতকে জয়ের রাস্তায় নিয়ে আসেন গম্ভীর। বিরাট কোহলির সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তিনি। কোহলি আউট হওয়ার পরে মহেন্দ্র সিংহ ধোনি ব্যাটিং অর্ডারে নিজেকে উপরের দিকে তুলে আনেন। ধোনি ও গম্ভীর ৯৯ রান যুক্ত করেন। গম্ভীর অবশ্য দলকে জিতিয়ে ফিরতে পারেননি। ব্যক্তিগত ৯৭ রানে গম্ভীর আউট হন। বাকি কাজ সারেন ধোনি। তিনি ৯১ রানে অপরাজিত থেকে যান।

শ্রীলঙ্কার বোলার নুয়ান কুলাশেকারার বল ওয়াংখেড়ের গ্যালারিতে ফেলে ভারতকে জয় এনে দেন অধিনায়ক ধোনি।

(ঢাকাটাইমস/২ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা