মৃত্যুপুরী ফ্রান্সে একদিনেই ১১২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১০:৪৩| আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১০:৫৩
অ- অ+

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আরেক মৃত্যুপুরী ফান্স। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫০৭ জনে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ফ্রান্সে মৃতের সংখ্যা ছিল এক হাজার তিনশ ৫৫ জন।

উহান থেকে ছড়ানো ভাইরাস করোনায় আক্রান্ত সারা বিশ্ব। অচেনা এই ভাইরাসটি প্রতিদিনই কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ।

এখন পর্যন্ত সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে ৫৯ হাজার ১৭৯ জন।

ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬৬ জন। দেশটিতে মোট মারা গেছে ১৪ হাজার ৬৮১ জন। যুক্তরাষ্ট্রে ৭৩৩ জনসহ মোট মারা গেছে ৬ হাজার ৮০৩ জন। এছাড়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন, স্পেনে মারা গেছেন ৫৮৭ জন।

বাংলাদেশেও গত ৮ মার্চ তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর আরও ৫৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। তাদের মধ্যে মারা গেছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

ঢাকাটাইমস/৪এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে অর্ধকোটি টাকা ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের কটি-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
বগুড়ায় দাদি-নাতবউকে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার  
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা