ট্রাকের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, দুই পোশাক শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২০:০৮
অ- অ+

ময়মনসিংহে বালুবাহী ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা বিধ্বস্ত হয়ে গেছে। এসময় পোশাক শ্রমিক যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক সাইফুল ইসলাম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হন। অপর আহত নাজমা আক্তারকে (২৫) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি পোশাক শ্রমিকদের নিয়ে নেত্রকোনা থেকে ময়মনসিংহে আসছিল। সদরের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে এলে সিএনজিটিকে বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।

তিনি জানান, এছাড়াও আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা