সৈয়দপুরে দরিদ্রদের অর্থ সহায়তা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২২:১৭
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে অর্থ সহায়তা দিয়েছেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। শনিবার উত্তরা আবাসনে ২০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়। এর আগে পৌরসভা চত্বরে দুই হাজার অতিদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়।

সৈয়দপুর পৌরসভার উদ্যোগে উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগামের (জরুরি সাড়া প্রদান) প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারকে ১৫০০ টাকা করে দেয়া হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, ব্র্যাকের আরবান প্রকল্পের রংপুর রিজিওনাল কো অর্ডিনেটর অপূর্ব সাহা, বিভাগীয় অফিসার (অবকাঠামো উন্নয়ন) হাফিজুর রহমান, পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের কমিউনিটি আর্কিটেক্ট রাশেদুল হাসান, নীলফামারী জেলা প্রতিনিধি লাইলুন নাহার, সৈয়দপুর প্রোগ্রাম অর্গানাইজার আনোয়ার হোসেন, আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আবিদ হোসেন লাড্ডান, কনিকা রানী সরকার ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

ব্র্যাকের রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা জানান, ব্র্যাকের উদ্যোগে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষ তথা হতদরিদ্রদের সহায়তায় ‘জরুরি সাড়া প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম পর্বে সৈয়দপুরের দুই হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হলো। পর্যায়ক্রমে এখানকার পাঁচ হাজার হতদরিদ্রসহ দরিদ্র ও নিম্ন বিত্তবানদের মাঝে আরও সহায়তা দেয়া হবে। এছাড়াও সৈয়দপুরে ২০ হাজার সাবান, পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। সেই সঙ্গে পৌরসভাকে পরিচ্ছন্নতা কাজের জন্য ১৫ ড্রাম ব্লিচিং পাউডার দেয়া হয়।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা