করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৮:৪৮

সিরাজগঞ্জের তাড়াশে করোনাভাইরাস (কোভিড-১৯)-এর উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও বমিতে আক্রান্ত হয়ে জিহাদুল ইসলাম জিহাদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ওই যুবকের মৃত্যুর ঘটনায় আশপাশের ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রসাশন।

সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে বগুড়া নেয়ার পথে তিনি মারা যান।

জিহাদ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুর পর তার লাশ বাড়িতে নিয়ে আসলে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে।

তবে তার পরিবারের দাবি, সে দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিল। পাঁচদিন আগে সে ঢাকা থেকে বাড়ি ফেরে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ১০টি বাড়ি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে ও তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নমুনা সংগ্রহের বিষয়টি তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন মিয়া নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :