অন্য জেলার সঙ্গে ফরিদপুরের যোগাযোগ বন্ধ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ২০:১১| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:১৫
অ- অ+

করোনা সংক্রমণ ঠেকাতে অন্য জেলার সঙ্গে ফরিদপুরের সকল ধরনের পরিবহন যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোনো প্রকার যানবাহন জেলা হতে বাইরে যাবে না এবং বাইরে থেকে জেলায় প্রবেশ করবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সব দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/০৭এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা