নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়া পাঁচজন ভৈরবে আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৬:৪৪| আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৬:৪৬
অ- অ+

কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে নারায়ণগঞ্জ থেকে ভৈরবে পালিয়ে এসেছেন পাঁচজন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে ধরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন। তাদের দেহে করোনাভাইরাস আছে কি না তা জানতে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

উল্লেখ, দেশে যে কয়েকটি এলাকাকে করোনাভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা তার মধ্যে একটি। করোনার বিস্তার ঠেকাতে এ জেলায় গত মঙ্গলবার লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের নির্দেশনা অনুসারে, অতি জরুরি প্রয়োজন ছাড়া নারায়ণগঞ্জে প্রবেশ এবং এখান থেকে বাইরে যাওয়া-দুটোতেই নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞার মধ্যেই নারায়ণগঞ্জ থেকে ভৈরবে চলে আসেন পাঁচজন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, বুধবার রাত ১টার দিকে স্থানীয় লোকজন পৌর এলাকার চন্ডিবের, কালিপুর ও উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকিদী গ্রাম থেকে নারায়ণগঞ্জ থেকে আসা তিন পুরুষ ও দুই নারীকে ট্রমা সেন্টারে নিয়ে আসেন।

খবর পেয়ে তিনি ট্রমা সেন্টারে গিয়ে তাদের পরনে থাকা কাপড় পাল্টিয়ে পুড়িয়ে ফেলেন। তাদের কাউন্সেলিং করেন। পরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা করেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা