লকডাউনে ‘নিজেকে জাহির করা’ নিয়ে ফেটে পড়লেন ফারা!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১৮:২৯
অ- অ+

করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে বিশ্বের কমবেশি দেশেই। ভারতেও লকডাউনে অচলাবস্থা। কিন্তু অনলাইনে তো আর কেউ কাউকে থামিয়ে রাখেননি! যে যেভাবে পারেন ‘নিজেকে জাহির করা’র খেলায় মেতেছেন। এতে বেজায় চটলেন ফারা খান।

বিশ্বজুড়ে এই চরম সংকটে বলি সেলেবরা বাড়ি বসে কী করে ওয়ার্কআউট ভিডিয়ো, রান্নার ভিডিয়ো শেয়ার করতে পারেন- সেই প্রশ্ন তুলেছেন তিনি।

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে ফারা বলেন, ‘ব্যালকনিতে দাঁড়িয়ে প্রতি দিন এক ঘণ্টা করে হাঁটি আমি। আপনারাও ওয়ার্ক আউট করুন। কিন্তু ঘটনার গুরুত্ব কি আপনারা বুঝতে পারছেন না? গ্লোবাল পার্টি চলছে না, এটি গ্লোবাল প্যান্ডেমিক।’

ক্ষোভ উগরে দিয়ে ফারা বলেন, ‘এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রির খুব একটা সুনাম নেই। অনেকে অনেক কন্ট্রিবিউশন করলেও লোকে বলে গভীর চিন্তা ভাবনার অভাব রয়েছে আমাদের। সেখানে দাঁড়িয়ে এই সব ক্রিয়াকলাপ সেই সব ভাবনার উপরেই শিলমোহর ছাপিয়ে দেওয়া। সবার মধ্যেই খালি আমায় দেখ আমায় দেখ ব্যাপার।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনের মধ্যে এখন বিলাসিতা করার সময় নয় বলেই বার্তা ফারার।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা