একা থাকার দিনগুলো মনে পড়ছে মনীষার

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৮:০৭ | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৭:৫৪

মুম্বাইয়ে মায়ের সঙ্গে আপাতত কোয়ারান্টাইনে রয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ক্যান্সারকে হারিয়ে ফেরা মনীষা জানিয়েছেন, দেশব্যাপী লকডাউনে এরকম বাড়ির মধ্যে বন্দি থাকা আসলে কোনো হাসপাতালে একা থাকার মতোই। এই সময়ে তার সেই দিনগুলোর কথা মনে পড়ছে যখন তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সেই দিনগুলোই তাকে এই লকডাউনে বেঁচে থাকার শক্তি জোগাচ্ছে।

হিন্দুস্তান টাইমসকে মনীষা কৈরালা জানিয়েছেন, 'নিউইয়র্কে চিকিৎসার সময় আমি ৬ মাসের জন্য নিজের অ্যাপার্টমেন্টে বন্দি ছিলাম। সেই দিনগুলোর কথা ভাবলে মনে হয়, সেই সময়টা এখনকার থেকে হাজার গুণে ভালো ছিল। আজ যদি আমরা ২ মাসও গৃহবন্দি থাকি তাও একটা আশা রয়েছে যে সঠিক নিয়মকানুন অনুসরণ করলে পরিস্থিতি বদলাবে। আমি বুঝতে পারি আমাদের টেনশন হচ্ছে, আমরা বোর হয়ে যাচ্ছি। তবে একই সঙ্গে আমাদের পরিস্থিতির গুরুত্বও বিবেচনা করতে হবে এবং ফেলে আসা দিনের থেকেই অনুপ্রেরণা নিতে হবে।'

মনীষা আরও জানান, সংক্রমণ থেকে বাঁচতে তিনি স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকাগুলি পালন করছেন। তিনি বলেন, 'আমাদের মধ্যে কিছু মানুষের ওষুধের প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, বাকিদের মতোই আমরা নিজের ইমিউনিটির খেয়াল রাখছি। সঠিক খাবার এবং ডাক্তারদের দেওয়া সাপ্লিমেন্টস খাওয়া দরকার। হাত ধোওয়া, বারবার মুখে হাত না দেওয়া...আমি আমার বাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আমি তো একটু বেশিই পরিষ্কার রাখছি কারণ আমার মা বারবার আমাকে পরিষ্কার করতে বলছেন।'

পরিবেশের উপর কতখানি প্রভাব ফেলেছে এই লকডাউন সেই বিষয়ে মনীষা বলেন, 'আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রকৃতি কতটা খুশি এবং উজ্জ্বল হয়েছে। আমি এমন কিছু পোকামাকড় আর পাখি দেখলাম যাদের বহু বছর দেখতেই পাইনি।'

মনীষা সামাজিক মাধ্যমে এই মহামারির বিরুদ্ধে সচেতনতা সম্পর্কিত তথ্য প্রচারে করছেন। তবে মাঝেমাঝেই নিজেও খুব চাপের মধ্যে থাকেন তিনি। তার কথায়, 'আমারও চিন্তা হয়। আমি আর আমার মা দু'জনেরই হয়। কিন্তু যখনই চিন্তা হয়, ভয় হয় আমরা নিজেদের সঙ্গে কথা বলি, একে অন্যের পাশে থাকি। গল্প করি, সিনেমা দেখি।'

ঢাকা টাইমস/২১এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :