দৈনিক লকডাউন ভাঙেন সালমানের বাবা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ১৬:১৪| আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৬:১৮
অ- অ+
ছবিতে সালমান খানের সঙ্গে তার বাবা সেলিম খান

চলমান লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে রয়েছেন সালমান খান। সরকারি নিষেধাজ্ঞা থাকায় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারেননি অভিনেতা। এই বাড়িতে একা থাকেন সালমানের বাবা সেলিম খান। বাকিরা সবাই পানভেলের বাগান বাড়িতে সালমানের সঙ্গে আটকা পড়েছেন। তাই একা হয়ে পড়া সেলিম খানকে সঙ্গ দিতে কেউই যেতে পারছেন না বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।

কিন্তু এই বাড়িতে থেকে সালমান খানের বাবা নাকি প্রতিদিনই লকডাউন ভাঙছেন। পিঙ্কভিলা-সহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। সংবাদমাধ্যমগুলো বলছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বান্দ্রা পর্যন্ত প্রতিদিন হাঁটতে বের হন সেলিম খান। তাতে ক্ষুব্ধ প্রতিবেশীরা। লকডাউনের মাঝে নিয়ম ভেঙে সেলিম খান কেন হেঁটে বেড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেশীদের একাংশ।

তবে সেলিম খানের দাবি, তিনি সরকারি নিয়ম নীতি মেনেই চলছেন। দেশের একজন সচেতন নাগরিক তিনি। তাই চিকিৎসকের পরামর্শেই হাঁটতে বের হন। শারীরিক অসুস্থতার জন্য গত ৪০ বছর ধরে তিনি হাঁটছেন। লকডাউনে কোনো নিয়ম তিনি ভাঙছেন না। ৪০ বছর ধরে যে নিয়ম তিনি মেনে চলছেন, তা যদি হঠাৎ করে বন্ধ করে দেন, তাহলে অসুস্থ হয়ে পড়বেন বলে জানান সেলিম খান।

শুধু তাই নয়, সালমান খানের বাবা সেলিম খান এও দাবি করেন, তিনি সেলিব্রিটির মতো ব্যবহার করছেন না। বরং আর পাঁচজন সাধারণ মানুষের মতো তিনিও সরকারি নির্দেশ মেনে চলছেন বলে স্পষ্ট জানিয়ে দেন।

ঢাকাটাইমস/২২এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা