খাবারের লোভ দেখিয়ে চার শিশুকে ‘ধর্ষণ’

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:২৫ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২০:১২

গাজীপুরের টঙ্গীতে চার শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিল্লাল হোসেন নামে আরেক অভিযুক্ত পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুদের মধ্যে তিন মেয়ে শিশু এবং এক ছেলে শিশু। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত বেলায়েত হোসেন বেনু ও বিল্লাল এবং ওই শিশুদের পরিবার একই বাড়িতে বসবাস করে। ওই শিশুদের বাবা-মা দিনমজুরের কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। সন্ধ্যায় বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। এসময় বাড়িতে কেউ না থাকায় খাবার কিনে দেওয়ার কথা বলে একে একে তাদের ডেকে নিজ কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বেলায়েত হোসেন ও তার সহযোগী বিল্লাল।

ঘটনাটি রাতেই জানাজানি হয়। এরপর কয়েক হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্তরা। তবে ঘটনার পরদিন স্থানীয় কয়েকজন যুবকের খবরে পুলিশ অভিযুক্ত বেলায়েতকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, বেলায়েত ওই বাসার কেয়ারটেকার। খাবারের লোভ দেখিয়ে শরীর টিপে দেওয়ার কথা বলে গত কয়েক সপ্তাহ ধরেই এমন কাজ করেছিল তারা।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে আটক করার পর তিনি এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

এই বিভাগের সব খবর

শিরোনাম :