সেফটি ট্যাংকে নেমে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২২:৫৮
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে নেমে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ওই ইউনিয়নের ধুনাইল গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে বাদশা (৫৫)।

স্থানীয়রা জানান, বাদশা নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের স্যান্টারিং (বাঁশ-কাঠ) খোলার জন্য নিচে নেমে আর উঠতে পারছিলেন না। পরে এক লোক চিৎকার দিলে স্থানীয়রা দৌঁড়ে গিয়ে রশি ও বাঁশ দিয়ে উপরে উঠানোর চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হন। পরে কালিহাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সেফটি ট্যাংকের ইটের ওয়াল ভেঙে তাকে উদ্ধার করে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কালিহাতী থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করতে হবে পাহাড়িদের: কাদের গনি চৌধুরী
‘জনগণকে আন্তরিক পরিবেশে সঠিক তথ্য ও সেবা দিতে হবে’
শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা