বগুড়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন চারদিন পর মারা গেলেন 

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৩:৪৭
অ- অ+

মামলা তুলে না নেওয়ায় আর দাবিকৃত চাঁদা না পেয়ে বগুড়ার শাজাহানপুরে আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়েছিল প্রতিপক্ষের লোকজন। গত ২৮ জুলাই তার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করা হয়। আল আমিন ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিহত আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

স্বজনরা জানান, দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হন তিনি ও তার পরিবার। দুই ঘটনায়ই থানায় মামলা করেন আল আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তার কাছে মামলা তুলে নেওয়া ও দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে। এ সময় তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় নিহতের পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
জামায়াত আমিরের সর্বশেষ অবস্থার খোঁজ নিয়েছেন তারেক রহমান
সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা