নড়াইলের চিকিৎসা কেন্দ্র বন্ধে ভোগান্তিতে মা ও শিশুরা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১৫:২৮

নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে ব্যাহত হচ্ছে মা ও শিশুদের চিকিৎসাসেবা। অনেকে চরম ভোগান্তিতে পড়ছে।

গত ২৭ এপ্রিল বিকালে জেলা প্রশাসক আনজুমান আরা এক গণবিজ্ঞপ্তিতে জানান, নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৱসক করোনায় আক্রান্ত হওয়ায় এর সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ১৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের এক, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী লোহাগড়ার পারছাতরা গ্রামের সৈয়দ সুজন বাড়ি থেকেই চিকিৎসা নিয়ে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :