পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১০ মে ২০২০, ০০:১৯
অ- অ+

পাবনার আটঘরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপেক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দুপুরে উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের স্থানীয় চাঁদভা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫/২০ জন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈয়ব আলীর বাড়িতে হামলা চালিয়ে মারপিট, লুটপাট ও গুলি চালায়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যায়। মারপিটে আজিজাল গুলিবিদ্ধসহ আব্দুর রাজ্জাক, রাহেন, নুর মোহাম্মদসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে প্রথমে আটঘরিয়া ও অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটঘরিয়া থানার এসআই কনক ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী অভিযোগ করে বলেন, বিএনপি নেতা আব্দুল হান্নান প্রায়ই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। তার বিরুদ্ধে প্রায় হাফ ডজন মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১০মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা