সা’দত হুসাইনের স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২০, ১৩:৩৪| আপডেট : ১৩ মে ২০২০, ১৪:০৮
অ- অ+

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে গত ২২ এপ্রিল মারা যান ড. সা’দত হুসাইন।

প্রয়াত সা’দত হুসাইনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান শাহানা চৌধুরী। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা নিয়ে গত ২০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বাদ জোহর নিকুঞ্জ এলাাকায় স্বামী সা’দত হুসাইনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রয়াত সা’দত হুসাইন ও শাহানা চৌধুরী দম্পত্তির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/এএ/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেপ্তার
বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব দেবে তৃণমূল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা