করোনামুক্ত হয়ে কর্মস্থলে ফিরলেন ভৈরবের সাত চিকিৎসক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২০, ১৪:৫৫
অ- অ+

করোনামুক্ত হয়ে কর্মস্থলে ফিরলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসক। করোনা থেকে সুস্থ হওয়ার পর গত শনিবার তারা কর্মস্থলে ফিরেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ জানান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোর কুমার ধর, রাইনা মাসনুন, দেবারতি দাস, ওবাইদুর রহমান, মহাইমিনুল ইসলাম, তানজিদা শারমিন ও শিহাবুল হক ফয়সাল নামে এ সাত চিকিৎসক গত এপ্রিল মাসের বিভিন্ন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে ১ মে করোনামুক্ত হন তারা। সুস্থ হওয়ার পর তারা ১৪ দিন বাসায় বিশ্রামে ছিলেন।

তিনি আরও জানান, ভৈরবে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে এসিল্যান্ড, ১১ জন পুলিশ সদস্য ও ২২ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। যার মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ জন।

ঢাকাটাইমস/১৭মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা