দর্শকবিহীন ক্রিকেট, কনে ছাড়া বিয়ের মত: শোয়েব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০২০, ১৪:৩৮

স্থবির অবস্থা ভাঙতে শুরু করেছে। করোনাভাইরাসের প্রকোপে বন্দি অবস্থা কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। দুদিন আগে দর্শকবিহীন মাঠে ম্যাচ শুরু করেছে জার্মানির সর্বোচ্চ লিগ বুন্দেসলিগা। অন্যান্য লিগগুলোও শুরু করার প্রস্তুতি চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ'র ক্লাবগুলো ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে।

ক্রিকেটও মাঠে ফেরার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে সবার আগে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট ফিরতে যাচ্ছে। টি-টেন টুর্নামেন্ট শুরুর সব প্রস্তুতিই নিয়ে ফেলেছে আয়োজকরা। কিন্তু খেলা মাঠে ফিরলেও বন্দি দশা এখনই কাটছে না। বুন্দেসলিগায় দর্শকবিহীন মাঠে খেলা হচ্ছে। ফুটবলের অন্যান্য লিগের মতো ক্রিকেটের মাঠেও একই দৃশ্য দেখা যাবে।

দর্শকবিহীন মাঠে খেলা আয়েজনের ব্যাপারটি ঠিক মনে ধরছে না পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। বিশ্বের দ্রুততম এই বোলারের মতে, দর্শকবিহীন মাঠে খেলা আয়োজন করলে সেটার খুব একটা প্রভাব পড়বে না। আর্থিক দিক থেকেও ফায়দা মিলবে না।

অন্য সবার মতো শোয়েবও সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে বেশি সময় ব্যয় করছেন। লকডাউনের এই অবস্থায় ইউটিউব ও হ্যালো অ্যাপের লাইভে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের অনেক বিষয় নিয়ে কথা বলছেন সাবেক এই গতি তারকা। এখানেই দর্শকবিহীন মাঠে খেলার বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন শোয়েব।

পাকিস্তানের সাবেক এই পেসার বলেছেন, 'দর্শকবিহীন মাঠে ক্রিকেট আয়োজন করা হয়তো বোর্ডগুলোর জন্য সম্ভব হবে। টিকে থাকার জন্য এটা জরুরী। কিন্তু আমার মনে হয় না এটা বাজারজাত করতে পারব আমরা। দর্শকবিহীন মাঠে ক্রিকেট খেলা কনে ছাড়া বিয়ের মতো। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করছি বছর খানেকের মধ্যে করোনার প্রভাব কেটে যাবে, সব স্বাভাবিক হবে।'

এরআগে ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ঠিক এমনটাই বলেছেন। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মতে, দর্শকবিহীন মাঠের খেলা দিয়ে মাঠভর্তি স্টেডিয়ামের মতো জাদুকরী পরিবেশ ও উন্মাদনা তৈরি করা কঠিন হবে।

(ঢাকাটাইমস/১৯ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এই বিভাগের সব খবর

শিরোনাম :