সৌদি আরবে রেস্তোরাঁর খাবারে বিষক্রিয়ায় হাসপাতালে ৭৫, একজনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৩:৩৭
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে বিষক্রিয়ার প্রাদুর্ভাবে ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত সপ্তাহে রিয়াদের একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে ৬৯ সৌদি নাগরিক এবং ছয়জন বিদেশি বিষক্রিয়ার আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ১১ জন হাসপাতালে জেনারেল ওয়ার্ডে এবং ২০ জন আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়াও বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৫০ জনই বোটুলিজমে আক্রান্ত ছিলেন- এটি একটি গুরুতর অবস্থা যা শরীরের স্নায়ুতে আক্রমণ করে। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক এক ধরনের ব্যাকটেরিয়া খাবারে বিষ তৈরি করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপের বিষয়ে রিয়াদের মেয়র জানিয়েছেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রধান সরবরাহ শাখাসহ রিয়াদ এবং পার্শ্ববর্তী শহর আল খার্জে সমস্ত শাখা বন্ধ এবং সমস্ত খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়েছে। তবে নির্দিষ্ট রেস্তোরাঁটির নাম কর্তৃপক্ষ জানায়নি।

সূত্র: গালফ নিউজ

(ঢাকাটাইমস/০৫মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা