দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৫:১৮

জুনে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগাররা ৮ উইকেটে বড় জয় পেয়েছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ (রবিবার) সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দু’দল।

একদিনের বিরতিতে বিশ্রামে ছিল বাংলাদেশ। ম্যাচের আগের দিন হোটেল বন্দী টাইগার স্কোয়াড। কেবল আনুষ্ঠানিকতা মেটাতে গণমাধ্যমে কথা বলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। সেখানের আলোচনায়ও লিটন কুমার দাস। শেষ ১ বছরে টি-২০’তে নেই কোনো ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে ফিরলেন, তা সমালোচনা বাড়িয়েছে আরও।

বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন মেলানোটাই সবচেয়ে বড় পরীক্ষা নীতি-নির্ধারকদের। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে সে সুযোগটা হাতছানি দিচ্ছে স্বাগতিকদের। প্রথম ম্যাচে তানজিদ তামিমের পারফরম্যান্স কিছুটা ভরসা দিচ্ছে পুরো দলকে।

লিটনের ফর্মের মতো বড় চিন্তার কারণ পুরনো বল। প্রথম ম্যাচে দারুণ শুরুর পরেও শেষ দিকে ছন্দপতন হয়েছিল বোলারদের। লো স্কোরিং ম্যাচেও শরিফুল-রিশাদরা ছিলেন খরুচে। দ্বিতীয় ম্যাচে এসব জায়গাতেই ফাইন টিউনিং করতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য এ ম্যাচেও বড় পরীক্ষা অপেক্ষা করছে ব্যাটারদের জন্যে। সাগরিকার পিচ উপহার দিতে পারে আরও একটি লো স্কোরিং ম্যাচ। (ঢাকাটাইমস/০৫ মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :