রাশিয়ার ওয়ান্টেড অপরাধী তালিকায় জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৪৭ | প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১১:২৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিজেদের ওয়ান্টেড অপরাধীর তালিকায় যুক্ত করেছে রাশিয়া।

শনিবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার ক্রিমিনাল কোডের একটি ধারায় জেলেনস্কি ওয়ান্টেড। ওয়েবসাইটে জেলেনস্কির পূর্ণ নাম এবং ছবিও প্রকাশ করা হয়েছে। এছাড়া তার জন্মস্থান এবং জন্ম তারিখও এতে উল্লেখ করা হয়েছে। তবে কোন অভিযোগে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

এদিন জেলেনস্কি ছাড়াও তার পূর্ববর্তী প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর নামও ওয়ান্টেড অপরাধীর তালিকায় যুক্ত করেছে রুশ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, জেলেনস্কি ২০১৯ সাল থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আর পোরোশেঙ্কো ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত দেশটির নেতৃত্ব দেন।

এর আগে শুক্রবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং ডিফেন্স কাউন্সিলের প্রধান আলেক্সান্ডার লিটভিনিনকোকে ওয়ান্টেড তালিকায় যুক্ত করে রাশিয়া। এর একদিন পরই জেলেনস্কিকে একই তালিকায় যুক্ত করা হয়েছে।

সূত্র: আনাদোলু

(ঢাকাটাইমস/০৫মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :