কমছে না কাঁচা মরিচের ঝাল, আলু-পেঁয়াজও লাগামহীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৪, ১১:৪০| আপডেট : ২৪ মে ২০২৪, ১৬:০০
অ- অ+

বাজারে বিভিন্ন পণ্যের দামের লাগাম টানা যায়নি এখনো। কমেনি কাচামরিচের ঝাল। ব্রয়লার ও সোনালি মুরগির দামও অস্বস্তিকর। আর চাল, চিনি, আটা, তেলের মতো নিত্যপণ্যের উচ্চমূল্য তো আগে থেকেই স্থির হয়ে আছে।

শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, আলু এখনো ৫০ এবং পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে অমৌসুমের সবজি ফুলকপি বিক্রি হচ্ছি প্রতিটি ১০০ টাকা। ক্রেতারা বলছেন, “না শীতে দাম কমে, না গরমে। সব সময় একই অবস্থা।”

মালিবাগ রেললাইন ঘেঁষা কাচাবাজারে কথা হয় আল আমিনের সঙ্গে। তিনি বলেন, “শীতে বাঁধাকপি, ফুলকপির দাম কমেনি। এখন গরমেও এসবের দাম চড়া।”

কাচামাল ব্যবসায়ীরা বলেছেন, আনসিজন হওয়ায় ফুলকপি, বাঁধাকপির দাম বেশি। এছাড়া অন্যান্য সবজির দাম মোটামুটি স্বাভাবিক আছে।

বাজারে এখন পটল ৪০ টাকা, ঢেড়স ৩০, পুঁইশাকের আটি ৩০, লেবু তিন হালি ২০ টাকা, বেগুন ৪০, ঝিঙা ৪০, চিচিঙ্গা ৪০, কাচকলার হালি ৩০ টাকা, করলা ৫০, লাউ প্রতিটি ৬০ টাকা, টমেটো ৬০, পেঁপে ৫০, শসা ৪০, বাধাকপি ৪০ টাকা, ফুলকপি ১০০ টাকা পিস ও কাচামরিচের কেজি ২২০ টাকা।

এছাড়া পেঁয়াজের কেজি ৭০ টাকা, আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ডিমের ডজন ১৫০ টাকা।

বাজার দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা, সোনালি ৩৬০ টাকা, লেয়ার ৩৬০, পাকিস্তানি মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, কৈ মাছ ২২০ টাকা কেজি, পাঙাস ২০০, তেলাপিয়া ১৮০, রুই ৩২০, ছোট চিংড়ি ৬৫০ টাকা কেজি, সিলভারকার্প ২৫০, পাবদা ৪০০, শিং মাছ আকার ভেদে ৪০০-৬০০ টাকা কেজি।

(ঢাকাটাইমস/২৪মে/টিআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা