পূরবী গুপ্তার তিনটি ভালোবাসার কবিতা

পূরবী গুপ্তা
 | প্রকাশিত : ২৪ মে ২০২৪, ১৩:০৬

বেহিসাবি মন

রইলো সব হিসাব তোলা আজন্মের জন্য,

আমি যে ভুলো-ভালা আত্মভোলা।

শেষ বিকালের বিষণ্নতায় আনমনে হিসাব তোলা!

আজ আমায় রাখছ দূরে,

কার হৃদয়ে বেঁধেছ স্বপন?

আজ তোমার সবই গোপন,

আমায় অমন করে হারিয়ে

কাকে দেখ প্রাণ ভরে?

কাকে জড়াও নুতন আবেশে?

কার মনের রাজ্যে পড়লে বাঁধা?

সেই চোখেতে কি কাজল আঁকা?

আমায় এমন রিক্ত করে কাকে রেখেছ হৃদয়জুড়ে?

আমার মনের জানালা খুলে গড়িয়ে পড়ে চোখের জল।

একূল-অকূল দু-কূল ছাপিয়ে কিছু হিসাব বলবে আমায়?

এখন ভাবো যার কথা?

ভেবেছিনু তোমার সখা হব

আজীবন থাকব তোমার সনে,

একটি বিকাল দেবে আমায়?

বলব কিছু তোমার সনে,

রইলো ব্যথা মনের কোণে

হিসাব কষে হবে কি আর?

আমি না হয় হেরেই গিয়ে তোমায় দিলাম জেতার ভার!

কেঁদেই না হয় কিছু ভার লাঘব হয় আমার।

হেঁসেই না হয় ভুলছি আমি জীবনের রিক্ততা।

মেনে আর মানিয়ে নিতে না পারার ব্যর্থতা।

হোঁচট খেয়ে পড়ে গিয়ে ধরতে চেয়েছি তোমার হাত,

ভেঙে গেছে মন চলে গেছে কত বেহিসাবি স্বপন,

তবু বলে এই বেহিসাবি মন

যার মনেতে করছ বাস, যার চোখেতে আঁকো স্বপন

তার সাথেই করো দিবানিশি যাপন।

-----------------

ভালোবাসা

মনের সাথে মনের মিলন

নয়নে জুড়িয়ে নয়ন,

উথাল-পাথাল হৃদয়ের অনুভব,

ভালোবাসা তৈরি হয় অনুভব অনুভূতিতে।

ঝড় উঠে মননে প্রতিটি শিরা-উপশিরায়,

হৃদয় তোলপাড় করা অনুভূতি ভালোবাসা

ভালোবাসা মননশীল, মনোজগৎ রাখে উচ্ছ্বাসে।

নিঃসঙ্গতা বুঝায় প্রতি মুহূর্তে,

মানে না জাত-কুলমান ধর্ম।

হয়ত সুখী নয়তো বিরহ,

ভালোবাসা হৃদয়ের দখিন দুয়ার নিজ হাতে খুলে,

নিজের মানুষটাকে অনুভবে রাখতে যে চায়,

কাটে না অলস দুপুর, মায়া ভালোবাসার শিকল পরায়।

ভালোবাসায় তৈরি হয় নিদ্রাহীনতা

সে এক অনন্য অনুভূতির ক্লান্ত বিকেল।

প্রতি মুহূর্তে প্রহর গুনে আকাশের তারাগুলোর

মিটিমিটি আলো মেখে অপেক্ষায় হয় পরিশুদ্ধ

হৃদয়ের অনুভবে তৈরি হয় নব অনুভূতি

ভালোবাসা মিশে থাকে অস্তিত্বজুড়ে

বন্ধনহীন এক নিয়মের ভাজ ভালোবাসা।

------------------------

শুভেচ্ছা

শুধু তোমাতেই মগ্ন থাকতে চেয়েছি

কিন্তু কই বুঝলে না তো,

চলে যাওয়ার বাহানা খুঁজলে!

যে চলে যাওয়ার সে যত জলদি চলে যায় ততই ভালো।

সে বুঝে না তার জন্য পরা একটা টিপ, একটু কাজল,

একটা নথের মায়া...

তাঁকে চলে যেতে দাও,

আর বলে দাও যেদিন সব অহমিকা ছেড়ে আমাকে নিজের অংশ ভাবতে পারবে সেদিন এসো।

পৃথিবী শূন্যতা পছন্দ করে না-

তাই সে গেলে নতুন কেউ একজন তার শূন্যেতা করবে পূরণ

যে তোমায় হৃদয় ছুঁয়ে তোমার ভালোলাগাকে সম্মান করে নিজের ভালোবাসায় ভরাবে।

তোমায় তার দুই বাহুডোরে বেঁধে রাখবে।

তোমার মন ভরাবে তার হৃদয়ের আলিঙ্গনে,

তোমার চাওয়ার সঙ্গে যার মন মিলে যাবে।

তোমার দুচোখের পাতাজুড়ে সে থাকবে।

ক‘জন পারে হৃদয় ছুঁয়ে ভালোবাসায় রাখতে ধরে

যদি কখনো তোমার অহমিকা ছেড়ে আমায় নিজের অংশ ভাবতে পারো- সেদিন এসো আমার আঙিনায়

ফুল ফোটাতে মন বাগিচায়।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :