মৌলভীবাজারে ইসলামী ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২৪ মে ২০২৪, ১০:২৪

মৌলভীবাজার শহরের একটি ভাড়াটিয়া বাসা থেকে নুরুল আজাদ সুমন (২৮) নামে ইসলামী ব্যাংক লিমিটেডের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল আজাদ সুমন চট্টগ্রামের পটিয়া গ্রামের মৃত ডাক্তার হাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার গোবিন্দশ্রী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘নিহত নুরুল আজাদ সুমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুসুমবাগ শাখায় অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এর কারণ খতিয়ে দেখছে পুলিশ।’

(ঢাকাটাইমস/২৪মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :