রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন! প্রার্থিতা বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১১:৫৩| আপডেট : ০৫ মে ২০২৪, ১২:০৪
অ- অ+

ভারতে চলছে লোকসভা নির্বাচন। এ নির্বাচনে নিজের দ্বিতীয় আসন হিসেবে উত্তর প্রদেশের রায়বরৈলি থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে মনোনয়ন জমা দিতেই তার বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। প্রশ্ন তোলা হলো তার নাগরিকত্ব নিয়ে, এমনকি রাহুলের প্রার্থিতা বাতিলের দাবিও জানানো হয়েছে।

জানা গেছে, রায়বরৈলিতে রাহুল গান্ধী কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামক এক ব্যক্তি। রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক। তাহলে ভারতের নির্বাচনে তিনি লড়ছেন কী করে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মোদির পদবি মানহানি মামলায় তাকে দুই বছরের সাজা দিয়েছে আদালত। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, রাহুল গান্ধী নির্বাচনে লড়তে পারবেন না।

অভিযোগকারীর আইনজীবী অশোক পাণ্ডে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘প্রথমত, রাহুল গান্ধীকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। সেই হিসেবে উনি নির্বাচনে লড়ার অযোগ্য। সুপ্রিম কোর্ট তার সাজায় স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু নির্বাচনে লড়াইয়ের অনুমতি দেয়নি। রাহুল গান্ধীর উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ নাগরিক হয়ে উনি কীভাবে ভারতের নির্বাচনে লড়ছেন…আমার অভিযোগ জানানোর পরই রাহুল গান্ধীর প্রতিনিধিকেও ডাকা হয়। আমার অভিযোগ গৃহীত হয়েছে।’

এর জবাবে কংগ্রেস নেতা অজয় পাল সিং বলেন, ‘অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পর এক প্রার্থী রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। উনি জানিয়েছেন, রাহুলের নাগরিকত্বকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করেছেন। আমি বলব, রাহুল গান্ধীর নাগরিকত্ব আগেও বৈধ ছিল এবং এখনও আছে।’

(ঢাকাটাইমস/০৫মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা