‘দুর্যোগেও বিএনপি ক্ষমতার স্বপ্ন দেখে’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৭:৩২
অ- অ+

‘করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের যেন কষ্ট না হয় সে জন্য চিবিৎসাসেবা, খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আম্পান মোকাবেলায়ও সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। দেশের এই দুর্যোগেও ক্ষমতা দখলের স্বপ্নে দেখছে বিএনপি। প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও প্রশাসন দরিদ্রদের খাদ্য পৌঁছে দিচ্ছে। বিএনপি সেখানে সংবাদ সম্মেলন করে জনগণের মাঝে উস্কানিমূলক বক্তব্য রাখছে।’

বৃহস্পতিবার দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে পৌরসভার অন্তর্গত সিডিসি টাউন ফেডারেশনের ৩৫০ জন সদস্যকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী দেওয়ার সময় এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

বিএনপি জামাত জোট সরকারের লুটপাটের টাকা এই দুঃসময়ে জনগণকে বিলিয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবেলায় আমরা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। এছাড়া দিনাজপুরের মানুষ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সে জন্য প্রশাসন, দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তৃনমূল পর্যায়ে খাদ্যসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছি। এই বিতরণ কার্যক্রমে কোনো রকম অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।’

উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, আশরাফুল আলম রমজান, মাকসুদা পারভীন মিনা, সিডিসি টাউন ফেডারশের নেত্রী ঝর্ণা মজুমদার, জাহানারা বেগম ফেন্সি, সুক্লা কুন্ডু, তিথি দে, সুলতানা পারভীনসহ অন্যরা।

ঢাকাটাইমস/২১মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ, সতর্ক অবস্থানে পুলিশ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
রাজসাক্ষী দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা