ঈদে চট্টগ্রাম নগরবাসীকে ঘোরাঘুরি না করার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ২৩:০৪
অ- অ+

প‌বিত্র ঈদ উল ফিতর উপল‌ক্ষে নগরবাসী‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থ‌গিত চট্টগ্রাম সি‌টি ক‌রপো‌রেশন নির্বাচ‌নে বাংলা‌দে‌শ আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী মু‌ক্তি‌যোদ্ধা রেজাউল ক‌রিম চৌধুরী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তি‌নি ব‌লেন, প‌বিত্র রমজা‌নের ক‌ঠোর সিয়াম সাধনার মাস পে‌রিয়ে আসে ঈদ। ঈদ মা‌নে আনন্দ। ঈদ মা‌নে উৎসব। এবার ঈদ এলো ব‌্যতিক্রম এক প‌রি‌বে‌শে। সারা বিশ্ব আজ এক হ‌য়ে একেক‌টি ক্ষুদ্রা‌তিক্ষুদ্র অথচ প্রচন্ড ভয়ানক ও শ‌ক্তিশালী জীবানুর বিরু‌দ্ধে লড়াই কর‌ছে। আমা‌দের দেশও ব‌্যতিক্রম নয়। কো‌ভিড ১৯ তথা ক‌রোনা নামক এ ভাইরা‌সের সঙ্গে লড়াই‌য়ে পারস্প‌রিক দূরত্ব বজায় রে‌খে ও স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলাই প্রধান হা‌তিয়ার।

রেজাউল ক‌রি‌ম বলেন, এবা‌রে ঈ‌দ আমা‌দের চিরাচ‌রিত কোলা‌কোলি, করমর্দন, আত্মীয় স্বজ‌নের বাড়ি‌তে বেড়া‌তে যাওয়া, বন্ধু বান্ধব মি‌লে পার্ক, সি‌নেমা বা পর্যটন এলাকায় ঘুর‌তে যাওয়া এসব রী‌তি প‌রিহার কর‌তে হ‌বে। ধর্মীয় কর্তব‌্য কর্ম যেমন নামাজ ও ফিতরা আদায় ক‌রে আল্লাহ আয়ালার দরবা‌রে জানা অজানা ভুল ভ্রা‌ন্তির জন‌্য ক্ষমা প্রার্থনা ক‌রে ক‌রোনাসহ সব ধরনের রোগ, বালাই, আপদ, বিপদ, দু‌র্যোগ, মহামারী থে‌কে প‌রিত্রাণ চাইব।

(ঢাকাটাইমস/২২মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা