ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৫:৫৫| আপডেট : ২৩ মে ২০২০, ১৬:১০
অ- অ+

করোনাভাইরাসে প্রাদুর্ভাবের মধ্যেই ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক। এটি থাই নাগরিকদের দেশে ফেরার তৃতীয় ফ্লাইট।ঢাকাস্থ থাই হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা যায়। এক বার্তায় হাইকমিশন জানায়, শনিবার বেলা ১১টায় থাই লিয়ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ১৫৪ থাই নাগরিক।

ফ্লাইটি থাই নাগরিকদের নিয়ে বেলা আড়াইটার পর ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করার কথা।

বার্তায়, থাই নাগরিকদের দেশে ফেরায় সহযোগিতা করায় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমান কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।

করোনায় এর আগে দুইটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩২ জন থাই নাগরিক। প্রথম বিশেষ ফ্লাইটি গত ১৭ এপ্রিল ৩৫ জন থাই নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ফ্লাইটে গত ১৪ মে ১৯৭ জন থাই নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৩মে/এনআই/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা