ঢাবিতে আর্থিক সহায়তা দেবেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ২৩:০২
অ- অ+

করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। করোনার কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য সম্প্রতি নিজের প্রিয় ব্রেসলেটটি নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আর এই ব্রেসলেট বিক্রির একটি অংশ ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের লাইভ অনুষ্ঠানে যোগ দেন মাশরাফি বিন মর্তুজা। এসময় তিনি এই ঘোষণা দেন।

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ২৫ লাখ টাকা নড়াইলে এবং ১৫ লাখ টাকা নড়াইলের বাইরে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটনের ভিতরে ৮০ জনের মতো কোচ আছে যারা এখন উপার্জন করতে পারছে না। তাদেরকে আমি সহায়তা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অংশ দেব। তাছাড়া প্লাজমা সংগ্রহের জন্য যারা কাজ করছে ওখানে একটা অংশ দেব। এখনো হিসাব নিকাশ করছি। দেখি চেষ্টা করব যত বেশি মানুষকে সহায়তা করা যায়।’

(ঢাকাটাইমস/২৩ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা