স্পেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ১২:৩৬
অ- অ+

২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার কথা ভেবেছিলেন কিংবদন্তি লিওনেল মেসি। ক্লাবের প্রতি তাঁর কোনো সমস্যা ছিল না। তিনি স্পেন ছেড়েই চলে যেতে চেয়েছিলেন। মেসি বলেছেন, ‘আমার বিরুদ্ধে কর কারচুপির অভিযোগ উঠেছিল। তাই বার্সা ও স্পেন ছাড়তে চেয়েছিলাম।’

এদিকে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহ-অধিনায়ক রোহিত শর্মা লা লিগার ওয়েবসাইটে একান্ত সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, ভক্তরাই প্রত্যেক খেলোয়াড়কে জনপ্রিয় করেন। তাঁদের ছাড়া কোনও খেলাই সম্পূর্ণ হতে পারে না। লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত তাদের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পৃথিবীর যে কোনো খেলায় সমর্থকেরা থাকা মানে বাড়তি অনুপ্রেরণা। ভক্তরাই যে কোনো খেলার আকর্ষণ বাড়াতে সাহায্য করে।’

সঙ্গে যোগ করেন, ‘এই পরিস্থিতিতে প্রত্যেকের সুরক্ষার বিষয় ভাবতেই হবে। তাই ফাঁকা মাঠে খেলার অভ্যাসও করতে হবে আমাদের। সব ঠিক হলে আগের চেহারা ফিরবে।’

(ঢাকাটাইমস/২৪ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা