এলো খুশির ঈদ, উৎসব আসেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মে ২০২০, ০৯:৩১ | প্রকাশিত : ২৫ মে ২০২০, ০৮:১৬

নভেল কারোনাভাইরাসের মহামারীর মধ্যে ঘরবন্দি থেকে এক মাসের সিয়াম সাধনার পর খুশির ঈদ এলেও আসেনি উৎসব।

অতি সংক্রামক ব্যাধি কোভিড-১৯ এর আতংক-ভীতির মধ্যেই আজ সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক।

মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের আনন্দ-মিলনের আবহ ছাড়িয়ে যায় অন্য ধর্মাবলম্বীদের মনেও। তবে এবার সেই আনন্দ চাপা পড়েছে মহামারী করোনা সংক্রমণের আশংকা আর অনিশ্চয়তায়।

বাংলাদেশের পাশাপাশি এই অঞ্চলের বহু দেশে আজ উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। একদিন আগে ঈদ উদযাপন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ও ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ।

তবে এবারের ঈদ উদযাপনে এসেছে আকাশ-পাতাল ফারাক। সংক্রামক ব্যাধির কারণে অনেকটাই ভিন্নভাবে উদযাপন করা হচ্ছে এই ঈদ। মানতে হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি।

স্বাস্থ্যবিধি মেনেই যেতে হচ্ছে ঈদের জামাতে। সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য বিরত থাকতে হচ্ছে কোলাকুলি ও মুসাহাফার মতো আবেগ ঘনিষ্ঠ সমাদর থেকেও।

ঈদের কয়েকদিন আগে থেকেই হাজারো বাড়িমুখো মানুষের যে ভিড় ট্রেন, লঞ্চ ও বাস টার্মিনালে দেখা যেত এবার তা অতটা ছিল না। করোনার কারণে লকডাউন বা ছুটি থাকায় সাধারণ মানুষের বড় অংশ বাড়িও যেতে পারেননি।

তবে করোনার বড় প্রভাব পড়েছে ঈদের বাজারে। প্রতিবার ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের যে বাণিজ্য হতো এবার বিপণিবিতানে বেচাকেনা হয়নি বললেই চলে।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এদিকে করোনার কারণে জাতীয় ঈদগাহসহ উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে মুসল্লিরা ঝুঁকি ও স্বাস্থ্যবিধি বিবেচনায় নিয়ে কাছের মসজিদে ঈদের জামাত আদায় করছেন।

(ঢাকাটাইমস/২৫মে/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রিপরিষদ সচিব

‘গোল্ডেন রাইস-বিটি বেগুন বাণিজ্যের জন্যই করা হয়েছে’

ভোটের আগে-পরে ১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আরও আলোচনা হবে, সংসদে জনপ্রশাসনমন্ত্রী

বুধবার ১৪১ উপজেলায় সাধারণ ছুটি

সপ্তাহে সাত দিন সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে ইউএস-বাংলার, যাত্রা শুরু ১ আগস্ট

একদিনেই ৭ ডিগ্রি কমেছে ঢাকার তাপমাত্রা

এই বিভাগের সব খবর

শিরোনাম :