দিনাজপুরে স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ২২:৫০
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এছাড়াও অসুস্থ হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আব্দুল মান্নান নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঈদের পর দিন মঙ্গলবার রাতে বিষাক্ত স্পিরিট পান করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে নেয়া হলে বুধবার সকালে আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩) ও মহসিন আলী (৩৭) মারা যায়। তাদের বাড়ি বিরামপুর পৌর এলাকা মাহমুদপুর গ্রামে।

অন্যজন অমিত (৩০)-এর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

অনাদিকে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সাইফুল ইসলাম (৪০) এবং স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫) বুধবার দুপুরে মারা যান। তাদের বাড়ি পৌর এলাকা হঠাৎপাড়া গ্রামে।

এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাসুদ রানা (৩৪) ও মনোয়ার হোসেন মনো (৪৫) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই মৃত দুজনের বাড়িও বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামে।

এছাড়াও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং স্থানীয় বিরামপুর হাসপাতালে আরও তিনজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী জানান, বিষাক্ত পদার্থ পান করেই তাদের মৃত্যু হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। যারা এই বিষাক্ত মাদক ব্যবসার সাথে জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা