দিনাজপুরে স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৭ মে ২০২০, ২২:৫০

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এছাড়াও অসুস্থ হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আব্দুল মান্নান নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঈদের পর দিন মঙ্গলবার রাতে বিষাক্ত স্পিরিট পান করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে নেয়া হলে বুধবার সকালে আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩) ও মহসিন আলী (৩৭) মারা যায়। তাদের বাড়ি বিরামপুর পৌর এলাকা মাহমুদপুর গ্রামে।

অন্যজন অমিত (৩০)-এর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

অনাদিকে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সাইফুল ইসলাম (৪০) এবং স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫) বুধবার দুপুরে মারা যান। তাদের বাড়ি পৌর এলাকা হঠাৎপাড়া গ্রামে।

এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাসুদ রানা (৩৪) ও মনোয়ার হোসেন মনো (৪৫) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই মৃত দুজনের বাড়িও বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামে।

এছাড়াও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং স্থানীয় বিরামপুর হাসপাতালে আরও তিনজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী জানান, বিষাক্ত পদার্থ পান করেই তাদের মৃত্যু হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। যারা এই বিষাক্ত মাদক ব্যবসার সাথে জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

টাঙ্গাইলের প্রবেশ পথ যেন ময়লার ভাগাড়

হেলিকপ্টারে দুর্গম দুই ভোটকেন্দ্রে পৌঁছে গেল নির্বাচনি সরঞ্জাম

ভোটের জন্য প্রস্তুত গাবুরা-পদ্মপুকুর, যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

নির্বাচনে অংশ নেওয়ায় শেরপুর বিএনপির ১০ নেতা বহিষ্কার

সুনামগঞ্জে ৮ মে দিরাই ও শাল্লায় নির্বাচন: প্রার্থীদের নিয়ে চলছে ভোটের হিসাব নিকাশ

সিরাজগঞ্জে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক: ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

সুজানগরে বিপুল টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী শাহীন আটক

চুয়াডাঙ্গায় বজ্রসহ শিলাবৃষ্টি, শীতল বাতাসে জনমনে স্বস্তি

ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :