মেঝেতে ছেলের, পাশেই ঝুলছে মায়ের লাশ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ১০:১৬| আপডেট : ৩০ মে ২০২০, ১০:১৮
অ- অ+

ঝিনাইদহের মহেশপুরে মা ও তার ছয় বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন ও তার ছয় বছরের পুত্র সন্তান রাব্বী হাসান রিফাত।

জানা গেছে, গতরাতে শিশুপুত্র রিফাতকে সঙ্গে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন পিতা মামুন মিয়া। রাত তিনটার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে বিছানায় রাব্বীকে দেখতে পাননি তিনি। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভেতরে স্ত্রী রিফা খাতুনকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে মেঝেতে ছেলে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। আর মায়ের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, ধারণা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যা করেছে।

ওসি আরও জানান, মৃত রিফা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা