সিলেটে শ্রমিক সংঘর্ষ: মামলার আসামি দেড় হাজার

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৮:৪১
অ- অ+

সিলেটে দুই দল পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় হাজার শ্রমিককে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থানার এসআই নুরে আলম এ মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি খায়রুল ফজল।

ওসি বলেন, মঙ্গলবার বিকালে কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের দু'পক্ষের সংঘর্ষকালে পুলিশের উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ ঘটনার জেরে বিকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযুক্ত ফলিকের পক্ষের শ্রমিক ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য আব্দুল খালেকসহ অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ৯৪টি ফাকাঁ গুলি ছুঁড়ে।

(ঢাকাটাইমস/৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা