সেনবাগে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২১:০২
অ- অ+

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নে মালিকের মেয়েকে পানি থেকে তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে দক্ষিণ রাজারামপুর গ্রামের ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ওই বাড়ির মাঈন উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৪) ও লক্ষ্মীপুর জেলার ইয়াছিনের মেয়ে ইয়াসমিন আক্তার (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির শিশুদের সাথে খেলছিল নাজিফা আক্তার। খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে যায় নাজিফা। এসময় তাকে পানি থেকে তুলতে পানিতে নেমে পড়ে তাদের কাজের মেয়ে ইয়াসমিন। এতে দুই শিশুই পানিতে ডুবে যায়। তাদের সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঈন উদ্দিনের কোন সন্তান না থাকায় ইয়াসমিনকে পালক নিয়েছিলেন বলে তিনি শুনেছেন। এর কয়েক বছর পর নাজিফার জন্ম হয়। বুধবার বিকালে পানিতে ডুবে তাদের দুজনেরই মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদদের যথাযথ মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা