করোনায় সেলুনে নয়, দাড়ির যত্ন নিন বাড়িতেই

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ১০:২৫
অ- অ+

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলেও নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সরকার। দোকানপাটও খুলতে শুরু করেছে। খুলেছে সেলুনও। তবে করোনার এই পরিস্থিতিতে সেলুনে যাওয়া মোটেই নিরাপদ নয়। অনেকেই দাড়ি রাখেন। পুরুষের ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে দাড়ি। তবে দাড়ি রাখলেই তো হবে না, সঠিকভাবে দাড়ির যত্নও নেওয়া জরুরি। বিশেষ করে করোনা সংক্রমণ থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। করোনাকালে সেলুনে না গিয়ে বাড়িতেই দাড়ির যত্ন নিতে পারেন।

বাড়িতে দাড়ির যত্ন নেয়ার পাঁচ পরামর্শ-

১) গাল ভরা সুন্দর দাড়ি পেতে প্রতিদিন সেটিকে আঁচড়ানো দরকার। দাড়ি আঁচড়ানোর জন্য বাজারে বিশেষ চিরুনি পাওয়া যায়। অনলাইনেও খোঁজ নিয়ে দেখতে পারেন। আর একান্তই না পেলে, সবচেয়ে ছোট মাপের চিরুনি দিয়েই প্রতিদিন নিয়ম করে আঁচড়ে নিন আপনার দাড়ি।

২) চুলের মতো দাড়িকেও নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। খাওয়ার পর প্রতিবার দাড়ি ভাল ভাবে পরিষ্কার করুন। প্রতিদিন ত্বকের কয়েক হাজার মৃত কোষ দাড়িতে এসে জমা হয়, যা থেকে দাড়িতে চুলকানির সৃষ্টি হয়। দাড়ির অংশের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। তাই নিয়মিত দাড়ি পরিষ্কার রাখুন।

৩) দাড়ির শুষ্কতা ও চুলকানি ভাব দূর করার জন্য দাড়িতে তেল মাখানো দরকার। এ ক্ষেত্রে এক্সট্রা ভার্জিন নারকেল তেল, বেবি অয়েল অথবা ভিটামিন ই-যুক্ত তেল ব্যবহার করা যেতে পারে। এই তেল দাড়ির চুল মোলায়েম ও ঝকঝকে রাখবে।

৪) দাড়ি পরিষ্কার করার জন্য বেবি শ্যাম্পুও খুবই উপযোগী। তবে সেটা না পেলে চুলে ব্যবহার করা শ্যাম্পু আর কন্ডিশনার দিয়েও কাজ চালানো যেতে পারে। তবে দাড়ি ধোয়ার পরে তা অবশ্যই ভাল করে মুছে নিতে হবে।

৫) দাড়ি সুন্দর ভাবে বাড়াতে ট্রিমিং এর প্রয়োজন আছে। নিয়মিত দাড়ি ট্রিম করুন। প্রতি দুই মাসে অন্তত একবার দাড়ি ছাঁটা প্রয়োজন।

ঢাকা টাইমস/০৪জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা