ফরিদপুরে একদিনে র‌্যাব-পুলিশসহ ৪৭ জন করোনায় আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ২২:৩৭
অ- অ+

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪২৬ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে নতুন করে যে ৪৭ তাদের মধ্যে সদরের ১৯, ফরিদপুর সদরপুরে ১০, চরভদ্রাসনে ৫, নগরকান্দায় ৩ জন এবং ভাঙ্গা, সালথা ও মধুখালীতে একজন করে।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুলিশ ও একজন র‌্যাব-৮ এর সদস্য রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু জানান, করোনা শনাক্তকরণ ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৭০ জনের। এর মধ্যে ফরিদপুরে ছয়টি পুরাতনসহ মোট ৪৭ জন, গোপালগঞ্জ ২৩।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, ফরিদপুর সদর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও সদরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা