যশোরের তিনজনের করোনা শনাক্ত, ১৬ জন করোনামুক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ২৩:৪৭
অ- অ+

যশোরে তিনজনের শরীরে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই অভয় নগরের বাসিন্দা। তাদের মধ্যে দুজন নারী, অন্যজন পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। এছাড়া চারজন চিকিৎসকসহ ১৬ জন করোনামুক্ত হয়েছেন৷

শেখ আবু শাহীন বলেন, যেসব চিকিৎসক করোনামুক্ত হয়েছেন তারা হলেন যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক মৌসুমী ভদ্র, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ সিরাজ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মেটানিটি) ডা. আসাদুজ্জামান ও মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আশরাফুর রহমান। তারাসহ বিভিন্ন উপজেলার আরো ১২ জনকে ২৪ ঘণ্টায় করোনামুক্ত ঘোষণা করা হয়েছে৷

যশোরে আক্রান্তের সংখ্যা ১১৪ জন। এর মধ্যে এ পর্যন্ত ৯৪ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে৷

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন বলেন, বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা কমিউনিটি ক্লিনিকে কাজ করেন এবং পৌর এলাকার বাসিন্দা। অন্যজন নারী। তার বাড়ি পায়রা এলাকায়। সবার বাড়ি লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা