রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর এপিএস পরিচয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১৮:২৩| আপডেট : ০৫ জুন ২০২০, ১৮:৪৬
অ- অ+

কখনও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী আবার কখনও তার ছেলে পাপ্পার বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কামরুজ্জামান হীরা।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বাস ব্রিকস এন্ড সিরামিকস থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে ট্রাক আটকে ব্যবসা করতে দেওয়া হবে না বলে প্রতিষ্ঠানটিকে হুমকি দেওয়া হচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকাটাইমসকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে হীরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বাস অটো ব্রিকস তাকে (হীরা) চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না বলে অভিযোগ পেয়ে বিকালে তাকে গ্রেপ্তার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চাঁদা না দেওয়ায় আটক ব্যক্তি বৃহস্পতিবার থেকে একটা ট্রাক আটকে রেখেছিল। মন্ত্রী ও তার পরিবারের নাম ব্যবহার করে প্রায় এ ধরণের অপরাধ করছিলেন তিনি।’

(ঢাকাটাইমস/০৫/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা