নিয়োগ পাচ্ছেন তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ০৮:২৩
অ- অ+
ফাইল ছবি

দেশের করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তিন হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের একটি প্রস্তাব পাঠিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে এটির অনুমোদন দিয়েছেন।

আজাদ বলেন, এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা এক হাজার ২০০ এবং টেকনিশিয়ানের সংখ্যা এক হাজার ৮০০।

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর এখন যৌথভাবে কোভিড-১৯ রোগীদের সেবা আরও উন্নত করতে এই তিন হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশান নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় গত মাসে সরকার প্রায় দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
ক্যানসার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা